ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘৫ম সংশোধনীর জন্য জিয়াকে এ দেশের মানুষ মনে রাখবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১
‘৫ম সংশোধনীর জন্য জিয়াকে এ দেশের মানুষ মনে রাখবে’

ঢাকা: বিএনপি নেতা এমকে আনোয়ার বলেছেন, সংবিধানের পঞ্চম সংশোধনীর জন্যই জিয়াকে এ দেশের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিপন্ন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।



দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

এমকে আনোয়ার বলেন, ‘পঞ্চম সংশোধনী কেউ বাতিল করতে পারবে না। আওয়ামী লীগ যে কয়েকটি অনুচ্ছেদ বাতিল করেছে তা এ দেশের জনগণ কখনই মেনে নেবে না। ‘

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ‘সরকার ‘৭৫ সালের মতো বাকশাল কায়েম করার চেষ্টা করলে তার পরিণতি হবে ভয়াবহ। ’

সরকার আরও ১৮ হাজার বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করতে পারে-এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছে জানিয়ে এমকে আনোয়ার বলেন, ‘এভাবে মিথ্যা মামলা ও নির্যাতন করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। বরং জনগণ এ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মসদ সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, দৈনিক আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।