ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

চবি ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে ক্লাসবর্জন, বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১০
চবি ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে ক্লাসবর্জন, বিক্ষোভ

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বেতন বৃদ্ধি এবং ছাত্র বহিষ্কারের প্রতিবাদে মঙ্গলবার সকালে লাগাতার ক্লাসবর্জন কর্মসূচি ও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও  সমাবেশসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন।



গতকাল সোমবার লাগাতার কাস বর্জন কর্মসূচি ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্যাপক উত্তেজনা চলছে।

উল্লেখ্য, ২০০৯ সালের মার্চে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।