ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বৈঠকে বসেছেন খালেদা

সংবিধান কমিটির বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত হতে পারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের ক’জন সিনিয়র নেতার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। এ বৈঠকে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠকে তার অংশ নেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র।



রোববার রাতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আমিনুল হক প্রমুখ উপস্থিত আছেন।

দলীয় সূত্র জানিয়েছে, শেষ মুহূর্তে সংবিধান কমিটির ডাকে সাড়া দিতে পারেন বিএনপি চেয়ারপারসন। তাই জরুরি বৈঠকে বসেছেন সিনিয়র নেতাদের সঙ্গে।

প্রসঙ্গত, সংবিধান কমিটি সোমবার খালেদা জিয়াকে তাদের সঙ্গে বৈঠকে বসে সংবিধান সংশোধন বিষয়ে মতামত দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।