ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিরোধী দলের আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না আ. লীগ

শামীম খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

ঢাকা : বিরোধী দল বিএনপির সরকারবিরোধী আন্দোলনকে এই মুহূর্তে গুরুত্ব দেবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আওয়ামী লীগ নেতাদের মতে, সরকারের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন সংগঠিত করার শক্তি সামর্থ্য এখনও অর্জন করতে পারেনি বিএনপি।



পাশাপাশি সরকারের সমালোচনা থাকলেও আন্দোলন হওয়ার মতো অজনপ্রিয়তা এখনও কুড়ায়নি আওয়ামী লীগ।

তাছাড়া জনগণ ভোট দিয়ে ৫ বছরের জন্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে। দেশে এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি বা সরকার এমন কোনও ব্যর্থতার মুখোমুখি হয়নি যে জনগণ বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবিকে সমর্থন দেবে।
   
এ অবস্থায় বিরোধী দল আন্দোলনে গেলে পাল্টা কোনও রাজনৈতিক কর্মসূচির কথাও চিন্তা করছে না ক্ষমতাসীন দলটি।

তবে আন্দোলনের বিপরীতে সরকারের উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরা হবে বলে আওয়ামী লীগ নেতারা জানান।

সেইসঙ্গে যেসব প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি সেগুলো দ্রুত বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।

তবে বিএনপি যদি আন্দোলনের নামে বিশৃঙ্খলার পথ বেছে নেয়, তবে তা প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে বলে আওয়ামী লীগ নেতারা জানান।

এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বাংলানিউজকে বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন ছেলের হাতের মোয়া নয় যে চাইলেই পাওয়া যাবে। তারা যে সমস্যার কথা বলে আন্দোলন করতে চায় সেটা তো তাদেরই সৃষ্টি। ’

তিনি বলেন, ‘দেশে বিদ্যুৎ সমস্যা তৈরি করে গেছে বিএনপি। বিদ্যুৎ সমস্যা প্রায় সমাধান হয়ে এসেছে। আগামী দুয়েক মাসের মধ্যে জাতীয় গ্রিডে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। সমস্যা সমাধান হয়ে এসেছে যখন তখন তারা আন্দোলনের কথা বলছে। ’

এ সময় তিনি বিএনপির আন্দোলন গড়ে তোলার ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘তারা (বিএনপি) কীভাবে আন্দোলন করবে? নিজেরাই তো মারামারিতে ব্যস্ত। ’

‘বিএনপি যদি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারকে অস্থিতিশীল করতে চায় সরকারই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ‘, বলেন মাহবুব-উল-হক হানিফ।

একই কথা বলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরুল্লাহ।

তিনি বাংলানিউজকে বলেন, ‘আমরা নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছি। দ্রুতই বিদ্যুৎ সমস্যা সমাধান হয়ে যাবে। ’

তিনি বলেন, বিশ্বব্যাপী মন্দার কারণে দ্রব্যমূল্য বেড়ে গেলেও সরকার ভর্তুকি দিয়ে বিদেশ থেকে চাল কিনে ওএমএসর মাধ্যমে ২৪ টাকা দামে বিক্রি করছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ ভাগ বেড়েছে। ’

 তাই আন্দোলনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলে মনে করছেন কাজী জাফরুল্লাহ।

তিনি বলেন, ‘জনগণ তাদের (বিএনপি) কথা শুনবে না। ’
 
আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা কমে গেছেÑএমন অভিযোগের জবাবে কাজী জাফরুল্লাহ, ‘তৎপরতা কমে গেছে সত্য। তবে সাংগঠনিকভাবে দল দুর্বল হয়ে গেছে সেটা ঠিক না। ‘

তিনি আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরেই আমরা সাংগঠনিক কর্মকা- শুরু করবো। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকা- এবং বিরোধী দলের অপপ্রচার জনসমক্ষে তুলে ধরা হবে। ’

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।