ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মানিকগঞ্জে বিএনপির দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

মানিকগঞ্জ: মানিকগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে।



রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা  সাবেক মন্ত্রী  হারুন অর রশীদ খান মুন্নু ও তার মেয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আফরোজা খান রিতাকে অভ্যর্থনা জানানোর সময় এই ঘটনা ঘটে।

জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম মুন্নু ও তার মেয়ে রিতা জেলা কার্যালয়ে পা রাখেন।

এ সময় তাদের অভ্যর্থনা জানাতে শতশত নেতা-কর্মী দলীয় কার্যালয়ে জড়ো হয়।

অভ্যর্থনা জানানোকে কেন্দ্র করে মুন্নু সমর্থিত দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার  ঘটনা ঘটে।

এ সময় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করতে থাকলে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়।

দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।