ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আমিনীর দখলে ওয়াকফের জমি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১
আমিনীর দখলে ওয়াকফের জমি!

ঢাকা: ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে এবার ওয়াকফ এস্টেটের জমি দখলের অভিযোগ তুলেছেন ‘আব্দুল ওয়াহ্হাব পীরজি হুজুর (রহঃ) ওয়াক্ফ এস্টেটের মোতাওয়ালী মাওলানা রশিদ আহমদ।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।



লিখিত বক্তব্যে মাওলানা রশিদ আহমদ বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ইসলামের লেবাসধারী, জঙ্গীদের গডফাদার, ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মুফতী ফজলুল হক আমিনী অবৈধভাবে মাওলানা আব্দুল ওয়াহ্হাব পীরজি হুজুর (রহঃ) ওয়াক্ফ এস্টেটের প্রায় ৮৭ কাঠা জমি জোরপূর্বক দখল করে নেয়। ’

জমি দখলের বর্ণনায় তিনি বলেন, ‘২০০৩ সালের ৯ জুন বিএনপির সাবেক সংসদ মো. নাছির উদ্দিন আহাম্মেদ পিন্টু ও মুফতী আমিনী সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার শত বছরের বসত বাড়ি ও হোসাইনিয়া আশরাফুল উলুম (বড় কাটারা) মাদ্রাসা দখল করেন। ’

আমিনীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ এনে রশিদ আহমদ বলেন, ‘ঘটনার দিন বাড়ি থেকে আমার পর্দানশীন স্ত্রী, নাবালক দুই ছেলে, ছোট ভাইয়ের নয় মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী, আত্মীয়স্বজন ও কাজের মেয়েসহ পরিবারের অন্য সদস্যদের অমানুষিক নির্যাতন করে এক কাপড়ে টেনে হিঁচড়ে বের করে আমার বসত বাড়ি ও দখল করে নেন। ’

তিনি বলেন, ‘ঘটনার সময় আমি আমার বড় তিন ছেলেকে নিয়ে এয়ারপোর্টে গিয়েছিলাম। এসে দেখি আমার পরিবার রাস্তায় পড়ে আছে। ঘটনাটি পুলিশকে জানাতে দৌড়ে লালবাগ থানায় যাই। কিন্তু ওসি সাহেব আমার কোনো কথা না শুনেক স্থানীয় এমপি’র (নাসির উদ্দিন আহমেদ পিন্টু) কাছে যাওয়ার পরামর্শ দেন। এমপি বললেন, আমি কিছুই জানি না, এটা হুজুরের ব্যাপার। ’

আমিনীর বিরুদ্ধে সম্পদ হরণের অভিযোগ তুলে রশিদ আহমদ বলেন, ‘আমার বাড়ীতে থাকা মালামালের মধ্যে একটি শীতাতপ নিয়ন্ত্রণ মেশিন, কার্পেট, ফ্রিজ, বঙ্খাট, পাখা, দামী কম্বল, ক্রোকারিজ, মালামালসহ বেশ কিছু জিনিস এখনো বড় কাটারা মাদ্রাসায় মুফতী আমিনীর বিশ্রামাগারে রয়েছে। বাড়ির অন্য জিনিসপত্র গনিমতের মাল বলে ফতোয়া দিয়ে নিজস্ব সন্ত্রাসী বাহিনীর মধ্যে বিলিয়ে দেন।

জমি দখলের ৭/৮ বছর পর এখন কেন সংবাদ সম্মেলন করছেনÑএমন এক প্রশ্নের জবাবে পীরজি হুজুরের নাতি মাওলানা ইসমাইল আহমদ বলেন, ‘এর আগে তিন তিন বার সংবাদ সম্মেলন করেছি। সে পেপার কাটিং আমাদের কাছে আছে। এ ব্যাপারে মামলা হয়েছে কিন জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘মামলা হয়েছে। রায়ও আমাদের পক্ষে গেছে। কিন্তু জমির দখল পাইনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পীরজি হুজুরের ছেলে মাওলানা মাসুদ আহমদ, নাতী মাওলানা শরিফুল আহমদ, মাওলানা ইসমাইল আহমদ, মাওলানা ইসহাখ আহমদ, ওয়াকফ এস্টেট কমিটির সদস্য হাফেজ মাওলানা খালেদ সাইফুল, মাওলানা নাজিম উদ্দিন বাদল।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad