ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মঙ্গলবার জিয়ার মাজার জিয়ারত করবেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

ঢাকা: শব-ই-বরাত উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার মাগরিবের নামাজের পর শেরেবাংলানগরে জিয়ার মাজারে যাবেন খালেদা।

এ সময় তার সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতারা থাকবেন।

মাজার জিয়ারতের পর খালেদা জিয়া সেখানে বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

এদিকে সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে ঢাকা ও চট্টগ্রামের কয়েকজন জ্যেষ্ঠ নেতা দেখা করেন বলে জানিয়েছে দলীয় সূত্র। এদের মধ্যে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, গিয়াস কাদের চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অব.) রুহুল আলম, এডভোকেট আব্দুল মোমেন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।