ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ রোববার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

খাগড়াছড়ি: খাগড়াছড়ি  ও রাঙ্গামাটি পার্বত্য জেলায় রোববার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ‘পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ’।

গত ১৭ এপ্রিল জেলার রামগড় উপজেলার বড় পিলাক এলাকায় ৩ বাঙালি নিহত হওয়ার প্রতিবাদে তারা এ সড়ক অবরোধের ডাক দিয়েছে।



সংগঠনটির পক্ষ থেকে জেলার সর্বস্তরের মানুষের কাছে অবরোধ সফল করার আহবান জানানো হয়েছে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক মো. আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, ‘সড়ক অবরোধ পালনে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সড়ক অবরোধ চলাকালে কোন কুচক্রি মহল বাধা দিলে  সর্বস্তরের বাঙালি সঙ্গে নিয়ে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। ’

খাগড়াছড়ি সদর সার্কেলের এএসপি মো. মাহফুজুল ইসলাম বাংলানিউজকে জানান, সড়ক অবরোধ ডাকা হলেও জনসাধারণের স¦াভাবিক জীবনযাত্রা রক্ষায় সচেষ্ট থাকবে পুলিশ বাহিনী। এছাড়া কোন প্রকার অপ্রীতিকর ঘটনার জন্য অবরোধকারীরাই দায়ী থাকবে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad