ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নারী নীতির কোথাও ইসলাম বিরোধী কিছু নেই- কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১
নারী নীতির কোথাও ইসলাম বিরোধী কিছু নেই- কৃষিমন্ত্রী

নারায়ণগঞ্জ: নারী নীতি নিয়ে বিরোধীতা ও আন্দোলনেকারীদের সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসার আহবান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি। তিনি বলেছেন, ‘নারী নীতির কোথাও ইসলাম বিরোধী কোনও কিছুই নেই।

তারপরেও নারী নীতি নিয়ে একটি মহল অনর্থক ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের বিতর্কিত কর্মকা-ে রাষ্ট্রের ক্ষতিসাধন হচ্ছে, সময়ের অপচয় ঘটছে। ’

শনিবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুলের ১২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষ্যে দুইদিন ব্যাপী আয়োজনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী তথাকথিত ধর্ম ব্যবসায়ীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা যখন মসনদে থাকেন তখন সরকারের সবকিছু সহি আর বিরোধীদলে গেলে সব নাযায়েজ বলে ফতোয়া দিয়ে উচ্ছৃঙ্খল আচরণ, ভাংচুর ও জানমালের ক্ষতি সাধনে ব্যস্ত হয়ে পড়েন। ’

তিনি জোর দিয়ে বলেন, ‘নারী নীতি নিয়ে কোনও ষড়যন্ত্র-ই সফল হবে না। ’

বাংলার অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী আরো বলেন, ‘স্বাধীনতা অর্জনের কারণেই দেশে অনেক কিছু করা সম্ভব হচ্ছে। দেশের কৃষকরা এখন পানির দামে সার আর পাটের ন্যায্য মূল্য পাচ্ছেন। ’

তবে সরকারের অনেক কাজ এখনো অগোছালো বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘অনেক কাজ বাকি থাকলেও সরকার ও দেশ সামনের দিকেই এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার তাদের প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর। ’
মন্ত্রী  বলেন, ‘ভালো মানুষ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠা খুবই কঠিন। তবে শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে সেই বীজ বপন করে কঠিন কাজটি ঠিকই করেন। তবে বীজের সুরক্ষা করতে পারলে আলোকিত মানুষ হওয়া সম্ভব। ’

অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘অনেক অভিভাবক তাদের স্ট্যাটাস ধরে রাখতে গিয়ে অন্যান্য ১০ জনের সঙ্গে তাদের সন্তানদের পার্থক্য গড়ে তুলছেন।

মন্ত্রী তার বক্তব্যে শিক্ষার বাণিজ্যকরণ না করার আহবান জানান শিক্ষকদের।

কৃষিমন্ত্রী তাঁর বক্তব্যে আরো বলেন, ‘শিক্ষা, কৃষি, অবকাঠামোগত উন্নয়নে শেখ হাসিনা  কাজ করে যাচ্ছেন। তিনি মন্ত্রীসভায় যোগ্যতার ভিত্তিতে মহিলাদের দায়িত্ব দিয়েছেন। ’

নারায়ণগঞ্জ হাই স্কুলের ১২৫ বছর র্পূতি উৎসব কমিটির আহবায়ক ও স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি কাশেম জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর অপর কন্যা শেখ রেহানার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও হাই স্কুলের প্রাক্তন ছাত্র ড. শফিক সিদ্দিকী, পাবলিক সার্ভিস কমিশন পিএসসির সদস্য ও সাবেক সচিব হাই স্কুলের প্রাক্তন ছাত্র মোহাম্মদ নুরুন্নবী, ইংরেজি দৈনিক নিউ এইজ এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও হাই স্কুলের প্রাক্তন ছাত্র নুরুল কবির, জাতীয় পার্টির সভাপতি ম-লীর সদস্য ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের এমপি নাসিম ওসমান, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এম সামছুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক কমল কান্তি সাহা প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন উৎসব কমিটির সদস্য সচিব ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন।

হাই স্কুলের প্রাক্তন ছাত্র ড. শফিক সিদ্দিকী তার বক্তব্যে পুঁথিগত শিক্ষার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা ও স্কাউটিং এর ওপর জোর দেওয়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানান। তিনি বলেন, ‘এসব বিষয়ে মনোযোগী হলে অবক্ষয় সহজেই শিক্ষার্থীদের ওপর ভর করতে পারবে না। ’

সন্ধ্যায় আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানেদেশের খ্যাতিমান শিল্পী আইয়ূব বাচ্চু সঙ্গীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad