ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আওয়ামী দুঃশাসন জাতির ওপর জগদ্দল পাথর হয়ে বসেছে: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

ঢাকা : আওয়ামী দুঃশাসন আজ আবার জাতির ওপর জগদ্দল পাথর হয়ে বসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দেশ ও জাতি আজ এক গভীর রাজনৈতিক সংকটে নিপতিত।

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র আজ বিপন্ন। বাক স্বাধীনতা রুদ্ধ। মানবাধিকার পদদলিত। বিচার ব্যবস্থায় নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে আইনী প্রতিকারও বারিত। সর্বনাশা আওয়ামী দুঃশাসন আজ আবার জাতির ওপর জগদ্দল পাথর হয়ে বসেছে। এ অবস্থায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। ’  

শনিবার সকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ অনেক আশা নিয়ে তাকিয়ে আছে স্বাধীনতা ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া ও তার নেতৃত্বাধীন দল বিএনপির দিকে। জাতির এই ক্রান্তিকালে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। ’

তিনি বলেন, ‘দেশে আইনের শাসন নেই। বিচার বিভাগের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে। হাইকোর্টে দলীয় বিবেচনায় বিচারপতি নিয়োগ দিতে গিয়ে হত্যা মামলার আসামি ও প্রধান বিচারপতির দরজায় লাথি মারার অভিযুক্তকেও বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে এই সরকার। বিচার বিভাগ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে চলছে। ’

ফখরুল বলেন, ‘দেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই। গণমাধ্যমের কণ্ঠকে রোধ করা হচ্ছে। সব মিলিয়ে এ সরকার বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে। দেশের মানুষের মান-সম্মান রক্ষা করাও এখন কঠিন হয়ে পড়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তার গ্রামীণব্যাংকের পদ থেকে অপসারণ করা হয়েছে। এটা সব ধরনের সৌজন্য শালীনতা লঙ্ঘন করেছে। ’

তিনি বলেন, ‘দেশের সংবিধান সংশোধনের মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়ে হাস্যকর ছেলে খেলায় লিপ্ত হয়েছে সরকার। সংবিধান সংশোধন করার জন্য গঠিত কমিটি সম্পূর্ণ অবৈধ। জনগণকে বিভ্রান্ত করার জন্য বিরোধী দলসহ আইনজীবীদের চিঠি দিয়ে কমিটির কাছে মতামত প্রকাশ করার কথা বলা হচ্ছে।   অন্যদিকে পঞ্চম সংশোধনী বিষয়ে সুপ্রীম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিশন মামলা করছে, চতুর্থ সংশোধনীতে অর্থাৎ বাকশালে ফিরে যাওয়ার জন্য। ’   

নির্বাচনে কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসে সরকার দুঃশাসন চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আইন শৃঙ্খলার অবনতি, ছাত্রলীগ-যুবলীগের টেন্ডারবাজী, চুরি-ডাকাতি রাহাজানি, ধর্ষণ, খুন, নারী নির্যাতনের কারণে দেশে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর মামলা হামলা, খুন, নিপিড়ন নির্যাতন করা হচ্ছে। দেশের মানবাধিকার ও আইনের শাসন চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। ’

তিনি বলেন, ‘সালাহ উদ্দিন কাদের চৌধুরী, আবদুস সালাম পিন্টু, নাসির উদ্দিন আহমেদ পিন্টু, লুৎফুজ্জামান বাবর, আনম এহসানুল হক মিলন, মহিলা দল নেত্রী সুরাইয়া বেগমসহ বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে প্রতিহিংসার কারণে গ্রেপ্তার করে নির্যাতন করা হচ্ছে ও তাদের আটক রাখা হয়েছে। তাদের পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ’

এ সরকার ক্ষমতায় আসার পর দুই বছরে দেশে ৫ হাজার মানুষ খুন ও ৫ শতাধিক রাজনৈতিক হত্যাকা- ঘটেছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘নিরাপত্তা হেফাজতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। দীর্ঘ ৪০ বছর পর জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ ও সাংবাদিক মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতনসহ সরকারের রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকা-ে মার্কিন এস্টেট ডিপার্টমেন্টও উদ্বেগ প্রকাশ করেছে। ’

তিনি বলেন, ‘শেয়ারবাজার লুটের মাধ্যমে ৩৩ লাখ বিনিয়োগকারীকে পথে বসানো হয়েছে। দ্রব্যমূল্য লাগামহীন। ১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি, বিনামূল্যে সার দেওয়ার কথা বলেও সরকার দিতে পারেনি। গ্যাস, বিদ্যুৎ, পানির সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা আজ অতিষ্ট। ’

বিগত পৌরসভা ও উপজেলা  নির্বাচনের উদ্ধৃতি টেনে তিনি বলেন, ‘খুলনা বিভাগে ভালো করলেও সাংগঠনিক দুর্বলতার কারণে বরিশাল বিভাগে ভালো করতে পারিনি। ভবিষ্যতে এসব দুর্বলতা কাটিয়ে ভালো ফলাফলের লক্ষ্যে কাজ করতে হবে। ’

বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন বছরের এই বৈশাখ মাসে জাতীয় কবি কাজী নজরুলের সুরে সুর মিলিয়ে বলতে চাই- ‘ওই নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ’
 
তিনি খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানান।

বাংলাদেশ সময় : ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।