ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

জনগণের স্বার্থহানীকর কাজে লিপ্তদের কাঠগড়ায় দাঁড়াতে হবে: খালেদা জিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১
জনগণের স্বার্থহানীকর কাজে লিপ্তদের কাঠগড়ায় দাঁড়াতে হবে: খালেদা জিয়া

ঢাকা: জনগণের স্বার্থহানীকর কাজে লিপ্ত ও যুক্তদের কাঠগড়ায় দাঁড়াতে হবে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। শনিবার সকালে বিএনপির কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।



খালেদা জিয়া বলেন, তথাকথিত ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে সরকার দেশি-বিদেশি কিছু প্রতিষ্ঠানকে প্রচলিত নিয়ম নীতি ভঙ্গ করে কোটি কোটি টাকার কাজ দিয়ে অবৈধ সুবিধা নিচ্ছে। এদের জনগণের আদালতে এবং বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি বলেন, সরকার দলীয় নেতাকর্মীদের অত্যাচার ও নিপিরণ আমাদের সহ্য সীমা ছাড়িয়ে গেছে। এখন শুধু প্রতিবাদ করলে চলবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির বৈঠক শনিবার সকাল ১০ টা ৪০ মিনিটে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে শুরু হয়।

বৈঠকে ৩৮৬ সদস্যের নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত রয়েছেন।


বাংলাদেশ সময়: ১১৪৮ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।