ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপির নির্বাহী কমিটির বৈঠক শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১
বিএনপির নির্বাহী কমিটির বৈঠক শুরু

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির বৈঠক শনিবার সকাল ১০ টা ৪০ মিনিটে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে শুরু হয়েছে। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বৈঠকের সভাপতিত্ব করছেন।



বৈঠকে ৩৮৬ সদস্যের নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত রয়েছেন।

উল্লেখযোগ্য যারা উপস্থিত আছেন তারা হলেন, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুর ইসলাম মিয়া, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ড. আর এ গনি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, শমসের মবিন চৌধুরী, রাজিয়া ফয়েজ, হারুন আল রশিদ, সাদেক হোসেন খোকা, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপেন্ট অব. শাহজাহান ওমর, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, শামসুজ্জামান দুদু, অধ্যাপক এম এ মান্নান, ইনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক মাজেদুল ইসলাম, আবদুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ড. ওসমান ফারুক, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

এছাড়াও দলের যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকসহ, নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত আছেন।  

সকাল ১০টা ৪০ মিনিটে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঞ্চে উঠেন। এরপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার প্রথম অধিবেশন শুরু হয়।

কোরআন তেলাওয়াতের পর শোক প্রস্তাব পাঠ করেন যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সভার শুরুতেই বিএনপির প্রয়াত মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন, মীর শওকত আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমর উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য দস্তগীর চৌধুরী, সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের প্রয়াত নেতাকর্মীদের নামে শোক প্রস্তাব করা হয়।
 
বাংলাদেশ সময়: ১০৪৫ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad