ঢাকা, শনিবার, ১৬ চৈত্র ১৪৩০, ৩০ মার্চ ২০২৪, ১৯ রমজান ১৪৪৫

রাজনীতি

তারেক-কোকোর মামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননার সামিল: মওদুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১
তারেক-কোকোর মামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননার সামিল: মওদুদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘তারেক কোকোর মামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিচারিক প্রশাসনে হস্তক্ষেপ ও আদালত অবমাননার সামিল। ’  

শুক্রবার রাতে তার গুলশানের বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মওদুদ বলেন, ‘তারেক ও কোকোর মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী কেবিনেট মিটিংয়ে যে বক্তব্য দিয়েছেন তা ঠিক হয়নি। এটা আদালতের কাজে হস্তক্ষেপ। ’

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘তারেক রহমানের ১১টি মামলার মধ্যে ৯টিই ভিত্তিহীন চাঁদাবাজির মামলা। একটা রয়েছে সম্পত্তির মামলা। আর মানি লন্ডারিং মামলায় তিনি মূল আসামি নন। ’
 
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হয়তো জানেন না যে মামলাটি হাইকোর্ট খারিজ করে দেওয়ার পর আপিল বিভাগ তা স্থগিত করে দিয়েছে। ’

মওদুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নিজের নামেও মিথ্যা চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছিলো। কিন্তু রাজনৈতিক মামলা হওয়ায় তুলে নিয়েছে। তারেক কোকোর মামলাও প্রত্যাহার করে নেওয়া উচিত ছিলো। ’  

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।