ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মানবমুক্তির সংগ্রামে চিরভাস্বর কমরেড লেনিন: সিপিবি নেতৃবৃন্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১

ঢাকা: সারা দুনিয়ার শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তির জন্য কমরেড লেনিন যে শিক্ষা রেখে গেছেন, তা চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে। শ্রমিকশ্রেণী, মেহনতি মানুষের লড়াইয়ে তথা মানবমুক্তির সংগ্রামে যুগ যুগ ধরে চিরভাস্বর হয়ে থাকবেন কমরেড লেনিন।



শুক্রবার কমরেড ভøাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিটিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত আলোচনাসভায় দলের নেতারা এ কথা বলেন।

পুরানা পল্টনের মুক্তিভবনস্থ প্রগতি সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় নেতারা বলেন, পৃথিবীর ইতিহাসের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের সফল নেতৃত্ব দেন কমরেড লেনিন। সোভিয়েত ইউনিয়ন শ্রমিক শ্রেণীর ক্ষমতায়নে ও কল্যাণে তথা মানবসভ্যতার প্রগতিতে যে অনন্য নজির রেখে গেছেন, তা আজও সারা পৃথিবীর শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের কাছে উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে আছে।

নেতারা মানব সভ্যতাকে এগিয়ে নিতে কমরেড লেনিন-প্রদর্শিত পথ আরো অনুশীলন এবং তাঁর বিপ্লবী চেতনার অনুসরণ করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।

সিপিবি‘র কন্ট্রোল কমিশনের সদস্য কমরেড ডা. শিশির কুমার মজুমদারের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড হায়দার আকবর খান রনো, কমরেড শামছুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য লুৎফর রহমান, কেন্দ্রীয় কমিটির সংগঠক অনিরুদ্ধ দাস অঞ্জন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।