bangla news

বিসমিল্লাহ না থাকলে দেশ থাকবে না: এরশাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৪-২২ ৬:৩৮:৩১ এএম

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, একটা কথা মনে রাখতে হবে বিসমিল্লাহ থাকবে, সংবিধানও থাকবে। বিসমিল্লাহ না থাকলে দেশ থাকবে না।

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, একটা কথা মনে রাখতে হবে বিসমিল্লাহ থাকবে, সংবিধানও থাকবে। বিসমিল্লাহ না থাকলে দেশ থাকবে না।

তাই দেশকে রক্ষা করতে গণতান্ত্রিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি দেশ ও সংবিধান নিয়ে চলা ষড়যন্ত্র রুখতে হবে।

শুক্রবার দুপুরে পুরান ঢাকায় জাতীয় পার্টির প্রেসিডেয়াম সদস্য জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের বাসায় মিলাদ মাহফিল ও আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ঢাকার মানুষ সব সময় গণতন্ত্রের পক্ষে কথা বলে। গণতন্ত্র রক্ষায় পিছপা হয় না। তাই  বর্তমান সময়ে তরুণ নেতৃত্বের বড় প্রয়োজন।

এসময় তিনি ৬৭ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের ছেলে যুবায়ের মোহাম্মদ আদেলকে সকলের সঙ্গে পরিচয় করে দেন।

এসময় তার সঙ্গে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কমী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-04-22 06:38:31