ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিসমিল্লাহ না থাকলে দেশ থাকবে না: এরশাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১
বিসমিল্লাহ না থাকলে দেশ থাকবে না: এরশাদ

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, একটা কথা মনে রাখতে হবে বিসমিল্লাহ থাকবে, সংবিধানও থাকবে। বিসমিল্লাহ না থাকলে দেশ থাকবে না।



তাই দেশকে রক্ষা করতে গণতান্ত্রিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি দেশ ও সংবিধান নিয়ে চলা ষড়যন্ত্র রুখতে হবে।

শুক্রবার দুপুরে পুরান ঢাকায় জাতীয় পার্টির প্রেসিডেয়াম সদস্য জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের বাসায় মিলাদ মাহফিল ও আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ঢাকার মানুষ সব সময় গণতন্ত্রের পক্ষে কথা বলে। গণতন্ত্র রক্ষায় পিছপা হয় না। তাই  বর্তমান সময়ে তরুণ নেতৃত্বের বড় প্রয়োজন।

এসময় তিনি ৬৭ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের ছেলে যুবায়ের মোহাম্মদ আদেলকে সকলের সঙ্গে পরিচয় করে দেন।

এসময় তার সঙ্গে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কমী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।