![]() ছবি : বাংলানিউজটোয়োন্টিফোর.কম |
নাটোরে অবরোধ ও হরতাল বিরোধী মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (০৪ মার্চ) দুপুরে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ চত্বর থেকে একটি মিছিল বের করে তারা। পরে মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়।
নাটোর : নাটোরে অবরোধ ও হরতাল বিরোধী মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (০৪ মার্চ) দুপুরে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ চত্বর থেকে একটি মিছিল বের করে তারা। পরে মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন-জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমস, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়ন হোসেন, কলেজ শাখা সভাপতি শাহাদত হোসেন রাজিব, সাধারণ সম্পাদক শাহরিয়ার ও সাবেক ছাত্রলীগ নেতা এসএম জিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪