ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

খালেদাকে নাসিম

বিশেষ কমিটিতে না গেলে বুঝব আপনি গণতন্ত্র চান না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১
বিশেষ কমিটিতে না গেলে বুঝব আপনি গণতন্ত্র চান না

ঢাকা : ‘আপনি যদি সংবিধান সংশোধনী বিশেষ কমিটিতে না যান, তাহলে বুঝব আপনি রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের রক্ষা করতে চান, গণতন্ত্র চান না। ’ বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে কথাগুলো বলেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহম্মদ নাসিম।



শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা কমিটি আয়োজিত ‘ধর্মের অপব্যাখ্যা ও দেশবাসীর সচেতনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, ‘বেগম জিয়া আপনার ঘোমটা খুলে গেছে। আপনি প্রশ্ন করেছেন- কীসের সংবিধান? এতে আপনার রাজনৈতিক চরিত্র প্রকাশ হয়েছে, আপনি স্বাধীনতার বিপক্ষের শক্তি। যদিও জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন। বঙ্গবন্ধু তাকে বীরউত্তম উপাধি দিয়েছিলেন। কিন্তু তিনি বঙ্গবন্ধুর খুনিদের বাঁচিয়ে দিয়েছিলেন। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মিলেয়েছিলেন এবং রাজাকারদের ক্ষমতায় বসিয়েছিলেন। ’

তিনি খালেদার উদ্দেশ্যে আরও বলেন, ‘কোনোভাবেই একাত্তরের ঘাতকদের রক্ষা করতে পারবেন না। শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবেই। আপনি বলেন- দেশে সংবিধান নেই। এটা আপনি বলতে পারেন। কেননা আপনি মার্শল ল’ সরকারেরই লোক। আপনার কারণেই ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল। ’

নাসিম আরও বলেন, ‘নারীনীতির খসড়া তৈরি হয়েছে। কোরআনে নারীর যে অধিকার আছে, তাতে হাত দেওয়া হয়নি। আমিনী মিথ্যা কথা বলছেন। প্রকাশ্যে তিনি একজন প্রধানমন্ত্রীর ছেলেকে গুম করার কথা বলেছেন। অন্য কোনো দেশ হলে আইনপ্রয়োগকারী সংস্থা তাকে বিচারের সম্মুখীন করতো। আমরা উদার গণতান্ত্রিক হয়ওয়ায় তার বিরেুদ্ধে কোনো ব্যবস্থা নেই নাই। অথচ তিনি কোমলমতি শিশুদের হাতে কোরআন দিয়ে রাস্তায় নামাচ্ছেন। ’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মুখপাত্র হুমায়ুন কবির মিজি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোলাম মাওলা রনি এমপি, হেমায়েতউদ্দীন বিরবিক্রম প্রমুখ।

বাংলাদেশ সময় : ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।