bangla news

শেকড় না চিনলে উন্নতি হতে পারে না: ইনু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৪-২১ ১১:৪৪:৫৫ এএম

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘যে জাতি শেকড় চেনে না সে জাতির উন্নতি হতে পারে না।’

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘যে জাতি শেকড় চেনে না সে জাতির উন্নতি হতে পারে না।’

বৃহস্পতিবার বিকেলে ‘ঘুড়ি উৎসব ও ঘুড়ি প্রতিযোগিতা-২০১১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর শিশু একাডেমিতে ঢাকাবাসী নামে এক সংগঠন ৩ দিনব্যাপী এ উৎসব আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে  শিশু একাডেমিতে ফিরে শেষ হয়। শিশুদের হাতে রঙ-বেরঙের ঘুড়ি ছিলো শোভাযাত্রার প্রধান আকর্ষণ।

প্রধান অতিথির বক্তব্যে ইনু বলেন, ‘সমাজে বাস করলে মানুষের মনে মেঘ তৈরি হয়। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মনের সে মেঘ দূর হয়।’

ঢাকাবাসী সংগঠনের সভাপতি মো. শুকুর সালেকের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন- সংগঠনের উপদেষ্টা শওকত রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, সংগঠনের মহাসচিব শেখ খোদা বকস প্রমুখ।

সৈয়দ রেজাউর রহমান বলেন, ‘শুধু বাংলাদেশে নয়- হংকং, থাইল্যান্ড, জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশে ঘুড়ি উৎসব হয়। ঐতিহ্য ধরে রাখাই এসব উৎসবের মূল উদ্দেশ্য।

যুদ্ধের সময় ঘুড়ি গোয়েন্দা তৎপরতায় ব্যবহার করা হতো বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-04-21 11:44:55