ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বাঁচতে আমিনী বিভ্রান্তির চেষ্টা চালাচ্ছেন- নৌমন্ত্রী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, এপ্রিল ২১, ২০১১
রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বাঁচতে আমিনী বিভ্রান্তির চেষ্টা চালাচ্ছেন- নৌমন্ত্রী

মাদারীপুর: ‘আমিনী সাহেব বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। এর নৈপথ্য কাহিনী হলো তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে তা থেকে বাঁচা।

বাংলাদেশের ধর্মপ্রান সকল মুসলমানদের বিভ্রান্ত করার জন্য  তিনি এ পথ অবলম্বন  করছেন। ’
 
ফজলুল হক আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার ইঙ্গিত দিয়ে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার এসব কথা বলেন।

বেলা ১১ টায় নারী উন্নয়ন নীতিমালার পক্ষে মাদারীপুর জেলার স্বাধীনতা অঙ্গন সংলগ্ন মাদারীপুর-চাঁদপুর-চট্টগ্রাম সড়কে জাতীয় মহিলা সংস্থা আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে নৌ মন্ত্রী প্রস্তাবিত নারীনীতি প্রসঙ্গে বলেন, ‘আমাদের পবিত্র কোরআন শরীফসহ সকল ধর্মেই নারীকে সমান অধিকার দেওয়া কথা বলা হয়েছে। নারীর উত্তরাধিকার জোড় করে ভোগ না করার বিধানও করা হয়েছে। এখানে (প্রস্তাবিত নারীনীতিতে) ধর্মের কোনও ব্যত্যয় ঘটেনি। ’

মন্ত্রী দেশের নারীদের আমিনীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে আরও অংশ নেন জেলা প্রশাসক শশী কুমার সিংহ, পুলিশ সুপার তমিজউদ্দিন সরদার ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ। তবে মানববন্ধনে শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিও ছিল লক্ষ্য করার মত।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।