ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বগুড়ার শেরপুরে জলমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব

ছাত্রলীগের হামলায় আ.লীগ নেতা আহত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ চত্বরে রোববার দুপুরে সরকারি জলমহাল ইজারার আবেদনপত্র (সিডিউল) জমাদানকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ ক্যাডারদের হামলায় কামরুল ইসলাম (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।

এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।



আহত কামরুল ইসলামকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

আহত কামরুল বিশালপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিনোদপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম রোববার বিকেলে ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ছিল শেরপুর উপজেলার ৮০টি জলমহালের টেন্ডারের সিডিউল জমা দেওয়ার শেষ তারিখ। বেলা সাড়ে ১১টার দিকে কামরুল ইসলাম দরপত্র জমা দিতে গেলে বঙ্গবন্ধু সৈনিক লীগ ও ছাত্রলীগ ক্যাডার সানি, সাগর, ফাহিমসহ ৭/৮ জন বাধা দেয়। এক পর্যায়ে তারা কামরুলের কাছে থাকা সিডিউল কেড়ে নিয়ে অফিসের মধ্যেই তাকে মারপিট করে। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা রেজাউল করিম বাংলানিউজকে জানান, সামান্য দ্বন্দ্ব হয়েছিল। পরে সিডিউল জমার ব্যবস্থা করা হয়েছে।

কামরুল জানান, সিডিউল জমা দিতে গেলে ছাত্রলীগ ক্যাডাররা অফিসের মধ্যে তাকে মারপিট করে।

উপজেলা ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক নুরে আলম সানি বাংলানিউজকে জানান, কথাকাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে মাত্র।  

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।