ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

প্রধানমন্ত্রী অসত্য বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১
প্রধানমন্ত্রী অসত্য বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন: মির্জা ফখরুল

ঢাকা: চালের দাম বিএনপির আমলের চেয়ে বর্তমানে কম আর কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন সরকার করছে না বলে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার করেছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘এসব কথা বলে তিনি (শেখ হাসিনা) জনগণকে বিভ্রান্ত করছেন।

সরকার সকল কাজে ব্যর্থ হয়ে এখন মিথ্যা বলছে। তাদের প্রতি জনগণের আর কোনো আস্থা নেই। ১৬ কোটি মানুষের এখন প্রশ্ন প্রধানমন্ত্রী এ বক্তব্য কিভাবে দিলেন। ’

রোববার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মন্ত্রিপরিষদ বৈঠকে তারেক রহমান ও আরাফাত রহমানের চলমান মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার প্রতিবাদে যুবদল এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার মুফতি ফজলুল হক আমিনীর ভয়েই আতঙ্কে আছে। তার ভয়েই মিথ্যাচার করে বেড়াচ্ছে। কিন্তু যখন সারাদেশের মুসলমানরা জেগে উঠবে তখন কি হবে?’

তিনি বলেন, ‘বিএনপির আমলে মোটা চালের কেজি ছিলো ১৬ টাকা, এখন ৪০ টাকা। তাহলে প্রধানমন্ত্রী কিভাবে বলেন- বিএনপির সময়ের চেয়ে এখন চালের দাম কম?’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান ও এইচটি ইমাম বলেছিলেন- ভারতকে ট্রানজিট দিলে হাজার হাজার কোটি টাকা আয় হবে। দেশ সিঙ্গাপুর হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের দেশের উপর দিয়ে শত শত গাড়ি চললেও কোনো শুল্ক পাওয়া যাবে না। ’

তিনি বলেন, ‘সিঙ্গাপুরের স্বপ্ন দেখিয়ে এখন বলছে শুল্ক নেওয়া কোনো সভ্যতা নয়। ’

তিনি বলেন, ‘সরকার ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি করে দেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করেছে। পানির ন্যায্য হিস্যা, টিপাইমুখ বাঁধ, সীমান্তে হত্যা বন্ধ হয়নি অথচ তাদের সকল সুযোগ সুবিধা দিয়ে তাদের পদলেহন করছে। ’

মির্জা ফখরুল বলেন, ‘পরাধীনতার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। ’

যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।