ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জিয়াকে মীরজাফর বলায় ইনুর বিরুদ্ধে সকালে করা মামলা বিকেলে খারিজ

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মীরজাফর বলার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি সাংসদ হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানহানি মামলা বিকেলে খারিজ করে দিয়েছেন আদালত।  

রোববার সকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট রায়হান মোর্শেদ বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলাটি দায়ের করেন।

মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান সকালে বাদীর জবানবন্দী নিয়ে বিকেলে মামলা খারিজ করে দেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ৩ এপ্রিল হাসানুল হক ইনু রংপুর শহরের কাচারী মোড়ে রংপুর জেলা জাসদ আয়োজিত সমাবেশে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে সামরিক জান্তা জিয়া ও মোস্তাক। ‘জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের চার নম্বর মীরজাফর’ মর্মে বক্তব্য রাখেন।

ইনুর এ বক্তব্য পরদিন ৪ এপ্রিল দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশ হয়।

বাদী দাবি করেন, ইনুর এ বক্তব্যে তার নিজেরও মানহানি হয়েছে।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট মহসীন মিয়া ও অ্যাডভোকেট মশিহুর রহমান ও অ্যাডভোকেট ফারুক আহমেদ।

বাংলাদেশ সময় : ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।