ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যুদ্ধাপরাধীদের বিচার গণতান্ত্রিক আদালতেই হবে: সৈয়দ আশরাফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১
যুদ্ধাপরাধীদের বিচার গণতান্ত্রিক আদালতেই হবে: সৈয়দ আশরাফ

ঢাকা: যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের প্রধান এজেন্ডা হিসেবে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার গণতান্ত্রিক আদালতেই হবে। ’

রোববার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



সৈয়দ আশরাফ বলেন, ‘৭৫ পরবর্তী সময় বিভিন্ন বিচার সামরিক আদালতে হয়েছে। কিন্তু বর্তমান সরকার আইনের শাসন ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যুদ্ধাপরাধীদের বিচার গণতান্ত্রিক আদালতেই হবে। ’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক সরকারের সময়ে বিচার কাজে একটু দেরি হয়। কেবল সামরিক সরকারের আমলে দ্রুত বিচার সম্ভব। যা আমরা ৭৫ পরবর্তী সময়ে দেখেছি। ’

যুদ্ধাপরাধীদের বিচার সরকারের এক নম্বর এজেন্ডা বলেও দাবি  করনে সৈয়দ আশারাফ।

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের এক নম্বর এজেন্ডা। কিন্তু দীর্ঘ চল্লিশ বছর পর এ বিচারের কাজ হাতে নেওয়ায় ও আন্তর্জাতিক মান বজায় রাখায় বিচারের কাজ কিছুটা বিলম্ব হচ্ছে। ’

বিলম্ব হলেও বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

একই সঙ্গে জাতীয় চার নেতার হত্যাকা-সহ ৭৫ পরবর্তী বিভিন্ন অপরাধের বিচার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময় ১৩২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।