ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হাবিবকে দেখতে হাসপাতালে গেলেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

ঢাকা: ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ছাত্রদল নেতা হাবিবুর রশীদ হাবিবকে দেখে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক হাবিবকে দেখতে শনিবার রাত সাড়ে আটটায় স্কয়ার হাসপাতালে যান বিএনপিপ্রধান।



সাড়ে ন’টা পর্যন্ত সেখানে অবস্থান করেন তিনি।

এ সময় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল তার সঙ্গে ছিলেন।

হাসপাতালে অবস্থানকালে হাবিবের চিকিৎসার খোঁজখবর নেন খালেদা জিয়া।

এ সময় হাসপাতালের বাইরে ছাত্রদলকর্মীরা হাবিবের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করছিলেন।

হাবিবকে গত ৫ এপ্রিল রাজধানীর শান্তিনগরে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

বাংলাদেশ সময়: ২৯৩১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।