ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রধানমন্ত্রী বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করেছেন: ড. মোশাররফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১
প্রধানমন্ত্রী বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করেছেন: ড. মোশাররফ

ঢাকা: মন্ত্রিপরিষদ বৈঠকে তারেক ও কোকোর মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করেছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, ‘তাহলে আমরা ধরে নেবো- এ সরকারের আমলে যত রায় হয়েছে সবই প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে।

আগামীতেও সব রায় তার নির্দেশেই হবে। ’

শনিবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মন্ত্রিসভা বৈঠকে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর চলমান মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার প্রতিবাদে বিএনপি এ বিক্ষোভের আয়োজন করে।

এতে সভাপত্বি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বক্তব্য রাখেন- স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আবদুল্লাহ আল নোমান, রাজিয়া ফয়েজ, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

ড. মোশাররফ বলেন, ‘প্রধানমন্ত্রী তার নিজের ১৫টিসহ নেতাকর্মীদের ৭ হাজার মামলা প্রত্যাহার করে নিয়েছেন। রাজনৈতিক বিবেচনায় খুন, ধর্ষণ, ডাকাতির মামলাও প্রত্যাহার করা হয়েছে। ’

তিনি বলেন, ‘সরকারের সময় ফুরিয়ে গেছে। সংবিধান সংশোধন করে কোনো লাভ হবে না। তাড়াতাড়ি পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিন। ’   

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নিজের দলের মামলা প্রত্যাহার করে নিয়ে অন্যের মামলা তরান্বিত করার আদেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই। ’

সভাপতির বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রীর রক্তে সব সময় প্রতিহিংসা কাজ করে। তিনি চান এদেশের মানুষ কষ্টে থাকুক। প্রধানমন্ত্রী গরিবের অধিকার কেড়ে নিয়েছেন। চালের কেজি ৫০ টাকা। এদিকে তাদের নজর নেই। তারা বিরোধী দলকে খতম করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। ’

তিনি বলেন, ‘এদেশের মানুষকে চির দিনের জন্য বোকা বানানো যাবে না। ’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির সময়ের চেয়ে এখন সারের মূল্য তিনগুন বেশি হলেও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন এখন নাকি পানির দামে সার পাওয়া যায়। ’

তিনি বলেন, ‘তারেক রহমানকে আটক রাখা যাবে না। তারেক রহমান যেদিন দেশে আসবেন সেদিন কোটি মানুষ রাস্তায় নামবে। তিনি (তারেক) এই দেশকে নেতৃত্ব দিয়ে সুখী সমৃদ্ধশালী দেশ গড়বেন। ’

মির্জা আব্বাস বলেন, ‘প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদে যে নির্দেশ দিয়েছেন তাতেই প্রমাণ হয় তিনি আদালতের উপর প্রভাব বিস্তার করছেন। ’

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘মন্ত্রিপরিষদে মামলা তরান্বিত করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী সংবিধান লঙ্ঘণ করেছেন। মন্ত্রিপরিষদে এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো অধিকার প্রধানমন্ত্রীর নেই। ’

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।