ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

দুই শিবির নেতার মামলার কার্যক্রম দুই মাস স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ঢাকা মহানগর শিবির নেতা ও শিবিরের সাবেক সভাপতির বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এ ছাড়া মামলা দুটি কেন বাতিল হবে না জানতে চেয়ে তিন সাপ্তাহের রুল জারি করেছেন আদালত।



বিচারপতি মো. দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের আদালত রোববার এ আদেশ দেন।

ঢাকা মহানগর শিবির নেতা মো. ইয়াহিয়ার বিরুদ্ধে ঢাকা নিম্ন আদালতে এবং শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে চাঁদপুরে মামলা দায়ের করেন জনৈক মাওলানা রেজাউল হক চাঁদপুরী।

ওই মামলাতেই জামায়াতের র্শীর্ষ চার নেতা, জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দুই সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা গ্রেপ্তার হয়েছিলেন।

শিবির নেতাদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যরিস্টার আব্দুর রাজ্জাক ও খন্দকার মাহাবুব হোসেন। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল এমকে রহমান সরকার।

বাংলাদেশ সময় ১৩১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।