ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রোববার জিয়ার মাজার জিয়ারত করবেন ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকাল ১০টায় শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন।

এ সময় তার সঙ্গে সিনিয়র নেতারা থাকবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।



প্রসঙ্গত, গত ৬ এপ্রিল স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে গত ২০ মার্চ চিকিৎসার জন্য সৌদি আরব যাওয়ার প্রাক্কালে মির্জা ফখরুলকে মৌখিকভাবে মহাসচিবের সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গত ৩ এপ্রিল সৌদি আরব থেকে ফিরে ৬ এপ্রিল স্থায়ী কমিটির বৈঠক ডাকেন বিএনপি প্রধান।

ওই বৈঠকে আরো কিছু জরুরি সিদ্ধান্তের পাশাপাশি মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।

২০০৯ সালে অনুষ্ঠিত দলের ৫ম জাতীয় কাউন্সিলে মির্জা ফখরুলকে সিনিয়র যুগ্ম-মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।