ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যুবদল নেতা মোজাম্মেলকে চিকিৎসার জন্য বিদেশ নিতে জামিন দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১

ঢাকা: যুবদলের সাংগঠনিক সম্পাদক আকম মোজাম্মেলকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজনে তার জামিনের দাবি জানিয়েছে তার পরিববার।

এই মুহূর্তে বিদেশে না নিলে মোজাম্মেলের মৃত্যুর আশঙ্কা করে তার স্ত্রী ডা. মিলি চৌধুরী শনিবার সাংবাদিকদের জানান, ২৯ মার্চ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দলীয় অনুষ্ঠানে দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন মোজাম্মেল।

দিনে দিনে তার অবস্থার অবনতি হচ্ছে।

ডা. সাদেক আলীর বরাত দিয়ে মিলি চৌধুরী জানান, মোজাম্মেলের মাথায় রক্তক্ষরণ হওয়ায় শুক্রবার থেকে তিনি কাউকে চিনতে পারছেন না। তার মাথার দু’দিকে ১২টি সেলাই দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘মোজাম্মেলকে বাঁচাতে হলে বিদেশে উন্নত চিকিৎসা দরকার। কিন্তু গত ২৯ মার্চ যে ঘটনাকে কেন্দ্র করে মোজাম্মেল আহত হন সেই ঘটনায় তাকে আসামি করে পুলিশের ঠোকা মামলায় জামিন না পাওয়ায় তাকে বিদেশে নেওয়া যাচ্ছে না। তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ অবস্থায় মানবিক কারণে তাকে জামিন দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান মিলি চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।