ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

`আ. লীগের রাঘব বোয়ালরা জড়িত বলেই নাম প্রকাশ হচ্ছে না`

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১

ঢাকা: শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে আওয়ামী লীগের রাঘব বোয়ালরা জড়িত বলেই তদন্ত রিপোর্টে আসা নামগুলো প্রকাশ করা হচ্ছে না। এ অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।



শনিবার বিকেলে পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।

গত মঙ্গলবার জামায়াতের বিক্ষোভ সমাবেশে পুলিশি বাধার প্রতিবাদে কেন্দ্রঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর জামায়াত এ সমাবেশের আয়োজন করে।

আজহারুল ইসলাম বলেন, ‘শেয়ার বাজার কেলেঙ্কারি তদন্তের জন্য নিজেদের অনুগত লোককে দিয়ে কমিটি গঠন করেছে সরকার। সেই কমিটির তদন্ত রিপোর্টে আসা ব্যক্তিদের নামও এখন প্রকাশ করছে না তারা। ’

এ সময় তিনি কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট দেশবাসীর সামনে প্রকাশ করারও দাবি জানান।

তিনি বলেন, ‘অনতিবিলম্বে এ রিপোর্ট প্রকাশ করা না হলে আমরা ধরে নেব আওয়ামী লীগের রাঘব বোয়ালরাই শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত। ’

এ সময় তিনি সরকার ঘোষিত নারী নীতিরও সমালোচনা করেন।

আজহার বলেন, ‘নারীনীতির কোন ধারাটি কোরাআন-সুন্নাহ’র পক্ষে তা প্রমাণে ব্যর্থ হলে আমরা ধরে নেব এ ধারাগুলো কোরআন-সুন্নাহ’র বিপক্ষে। ’

একই সঙ্গে সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘সাহস থাকলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে দেখান। ধর্মভিত্তিক দলগুলো আপনাদের দয়া বা অনুকম্পা নিয়ে রাজনীতি করতে চায় না। রাজপথে সংগ্রাম করেই টিকে থাকতে চায়। ’

তিনি আরও বলেন, ‘জুতা বুট পায়ে বায়তুল মোকররমে পুলিশ ঢুকিয়ে ইসলাম ও মসজিদকে অবমাননা করে এ সরকার প্রমাণ করেছে তারা ইসলামবিরোধী শক্তি। তারা ইসলামকে সহ্য করতে পারে না। ’

ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন দলটির প্রচার সম্পাদক তাসনীম আলম, ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি হামিদুর রহমান আযাদ এমপি, সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল, আব্দুল হালিম, কর্মপরিষদ সদস্য ডা. রিদওয়ান উল্লাহ শাহিদী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।