ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মৌলবাদীরা নারীকে ভোগের সামগ্রী হিসেবে পেতে চায়: খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১
মৌলবাদীরা নারীকে ভোগের সামগ্রী হিসেবে পেতে চায়: খাদ্যমন্ত্রী

টাঙ্গাইল: খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘নারীনীতির কোথাও ইসলামের বিরুদ্ধে কিছু বলা হয়নি। অথচ কয়েক দিন আগে মৌলবাদীদের হিংস্র চেহারা ফুটে উঠেছে হরতালের মাধ্যমে।

ধর্মের দোহাই দিয়ে তারা দেশকে বিভক্ত করতে চায়।

তিনি আরও বলেন, ‘এসব মৌলবাদীরা নারীকে শুধু ভোগের সামগ্রী হিসেবে পেতে চায়। এরা দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। ’

শনিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে মৈশামুড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের ১৯৬৬ ব্যাচের ছাত্র ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক আব্দুল আলিম খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক, স্থানীয় সাংসদ একাব্বর হোসেন, উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হিতেশ চন্দ্র পুলক, সালমা সালাম উর্মি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।