ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নারীনীতি নিয়ে সরকারকে ওলামাদের সঙ্গে পরামর্শের তাগিদ এরশাদের

এম আব্দুল্লাহ আল মামুন খান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১
নারীনীতি নিয়ে সরকারকে ওলামাদের সঙ্গে পরামর্শের তাগিদ এরশাদের

ময়মনসিংহ: নারীনীতি নিয়ে সরকারকে ওলামাদের সঙ্গে পরামর্শ করার তাগিদ দিলেন ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। অবিলম্বে আলেম ওলামাদের সঙ্গে আলোচনায় বসে নারীনীতি থেকে কোরআন ও হাদিসের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দেওয়ারও আহবান জানিয়েছেন তিনি।



শনিবার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা পৌর পাঠাগার মাঠে জাতীয় পার্টির এক কর্মীসভায় তিনি এ আহবান জানান।

এরশাদ বলেন, ‘নারীনীতি নিয়ে আমাদের সঙ্গে তো বটেই, ওলামাদের সঙ্গেও বসা উচিত ছিল। কিন্তু তা করা হয়নি। এ নিয়ে দেশে একটা বড় হরতাল হয়ে গেল। কিন্তু এ বিষয়ে আলোচনার কোনও উদ্যোগ নেই। ’

এভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।

এছাড়া শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের নাম প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এরশাদ।
 
‘অনেক আশা নিয়ে মহাজোটে এসেছিলাম’- মন্তব্য করে এরশাদ আরো বলেন, ‘আমাদের আশা পূরণ হয়নি। দেশে দ্রব্যমূল্য বেড়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। মানুষের কষ্ট দূর করতে না পারলে আগামী নির্বাচনে মানুষ মুখ ফিরিয়ে নেবে। ’

কর্মীসভায় আরো বক্তব্য রাখেন-জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার সাবেক মন্ত্রী আব্দুস সাত্তার, ব্রিগেডিয়ার (অব.) মাহমুদুল হাসান, ফকরুল ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জামালপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন এরশাদ।

এর আগে ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে দু’টি কর্মীসভায় বক্তব্য রাখেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।