ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

শেয়ার কেলেঙ্কারিতে জড়িতদের নাম প্রকাশের দাবি মেননের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১
শেয়ার কেলেঙ্কারিতে জড়িতদের নাম প্রকাশের দাবি মেননের

চট্টগ্রাম: শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের নাম অবিলম্বে প্রকাশের দাবি জানিয়েছেন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।

শনিবার চট্টগ্রাম নগরীর এক কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সাংগঠনিক সম্মেলনে সরকারের প্রতি তিনি এ দাবি জানান।



মেনন বলেন, ‘শেয়ার কেলেঙ্কারির হোতাদের নাম প্রকাশ করা না হলে সহজভাবেই এটা ধরে নেওয়া হবে যে, সরকার কাউকে না কাউকে আড়াল করতে চায়। ’

শেয়ার কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের কাঠগড়ায় নেয়ারও দাবি জানান তিনি।  

যুদ্ধাপরাধীদের বিচার ও ‘৭২-এর সংবিধানে প্রত্যাবর্তন ঠেকাতে বিএনপি-জামায়াত প্রক্সি প্লেয়ার হিসেবে আমিনীকে নামিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘নারী উন্নয়ন নীতির বিরোধিতা এক্ষেত্রে অজুহাত মাত্র।

পার্টির জেলা সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য আবুল হোসেন, কুলদীপ বড়ুয়া, নুরুল ইসলাম, মোখতার আহম্মেদ, শরীফ চৌহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।