ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জনগণ বিকল্প দলকে ক্ষমতায় বসানোর চিন্তা করছে: এরশাদ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১
জনগণ বিকল্প দলকে ক্ষমতায় বসানোর চিন্তা করছে: এরশাদ

ময়মনসিংহ: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আগামী নির্বাচনে দেশের জনগণ বিকল্প দলকে ক্ষমতায় বসানোর চিন্তা করছে। ’

তিনি বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

দেশের মানুষ ভাল নেই। ’

শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন ।  

এরশাদ বলেন, ‘মহাজোটে যোগ দিয়েছিলাম অনেক আশা নিয়ে কিন্তু মহাজোট সরকার আমাকে তেমন কিছু দেয়নি। ‘

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবে। কারো দয়ায় জাতীয় পার্টি ক্ষমতায় যেতে চায় না। ’

জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য আলহাজ এম এ হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাটির মহাসচিব এ বি এম রহুল আমীন হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।