ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কিশোরগঞ্জে মওদুদের কর্মসূচি হয়নি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১
কিশোরগঞ্জে মওদুদের কর্মসূচি হয়নি

কিশোরগঞ্জ : জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের দুটি গ্রুপ একই স্থানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহবান করায় কিশোরগঞ্জে ভেস্তে গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নির্ধারিত কর্মসূচি।

অনুষ্ঠানের জন্য নির্ধারিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন ব্যবহারের অনুমতি কর্তৃপক্ষ বাতিল করায় মওদুদ কর্মসূচিতে অংশ নিতে পারেননি।



শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।

গত ১১ মার্চ মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান শাহীনের আবেদনের পরিপ্রেক্ষিতে শিল্পকলা একাডেমি মিলনায়তন ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

সমাবেশে ব্যারিস্টার মওদুদ আহমদকে প্রধান অতিথি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুককে প্রধান বক্তা হিসেবে উল্লেখ করে ব্যাপক প্রচার চালানো হয়।

৬ এপ্রিল বৃহস্পতিবার সচেতন মুক্তিযুদ্ধ প্রজন্মের ব্যানারে অপর একটি সংগঠন একই ধরনের অনুষ্ঠান আয়োজনে শিল্পকলা একাডেমি ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করে। পাশাপাশি সংগঠনটি ওইদিন বিকেলে সমাবেশের পক্ষে এবং ড. এম. ওসমান ফারুককে প্রতিরোধ করার ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করে।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকী জাতীয়বাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক বরাবর প্রেরিত এক পত্রে মিলনায়তন বরাদ্দ বাতিলের বিষয়টি জানান। এর পরপরই একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ শিল্পকলা একাডেমির সামনে অবস্থান নেয়।
 
এদিকে পুর্ব নির্ধারিত কর্মসূচীতে অংশ নিতে দুপুরে ব্যারিস্টার মওদুদ আহমেদ বিএনপি নেতা ড. এম. ওসমান ফারুক, সেক্টর কমান্ডার এম. হামিদুল্লাহ খান, শামা ওবায়েদসহ অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে কিশোরগঞ্জ পৌঁছান।

শিল্পকলা একাডেমি ব্যবহারের অনুমতি বাতিলের বিষয়টি জানতে পেরে ব্যারিস্টার মওদুদ সফরসঙ্গীদের নিয়ে  করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামে ড. এম. ওসমান ফারুকের বাড়িতে চলে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন। এ নিয়ে শহরে চাপা উত্তেজনা বিরাজ করছে।

এর আগে শহরের একরাপুর মোড়ে মুক্তিযোদ্ধা প্রজন্ম জেলা শাখার কার্যালয় উদ্বোধন করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।