ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

আমরা রাজনীতিকরা সবাই ভালো মানুষ নই : ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১১
আমরা রাজনীতিকরা সবাই ভালো মানুষ নই : ওবায়দুল কাদের

ঢাকা: আমরা রাজনীতিকরা সবাই ভালো মানুষ নই। সাংবাদিকরাও সবাই ধোয়া তুলসী পাতা নয়।

যারা মিডিয়াকে ব্যবহার করে নিজেদের দোষ ঢাকতে চায়, তারা ভালো মানুষ নয়। অবশেষে থলের বেড়াল বেরিয়ে এসেছে বলে সাংবাদিকদের সম্পর্কে করা বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জনতার প্রত্যাশা আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচন সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শেয়ারবাজার থেকে যারা লাখ লাখ ক্ষুদে বিনিয়োগকারীর টাকা তুলে নিয়েছে, তার ঠান্ডা মাথার খুনি। এদের ক্ষমা করা যাবে না। যাদের অদক্ষতায় এটা ঘটেছে, দায়িত্ব পালন করতে না পারলে তাদের সরে যেতে হবে। ’

বিরোধী দল সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘রাতের আঁধারে নাজমুল হুদাকে বের করা হলো। আবার রাতেই তাকে ফিরিয়ে নেওয়া হলো। ঘরের ছেলে ঘরে ফিরে গেছে এটা তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু মনে রাখতে হবে দেশ এখন ভয়ানক উত্তাল সময় পার করছে। তাই সবারই উচিত বাক সংযম প্রদর্শন করা। ’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ক্ষতি করতে গিয়ে দেশের ক্ষতি করবেন না। দেশকে পাকিস্তানের মতো ব্যর্থ জঙ্গি রাষ্ট্রে পরিনত করবেন না। ’

মিশর, তিউনিশিয়া, লিবিয়ার কথা বলে ভয় দেখানে বিরোধী দলের রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছু নয় উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘আন্দোলন করে সরকার পতনের দুঃস্বপ্ন না দেখাই ভালো। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। জনগণ এ সরকারকে ব্যাপক রায় দিয়ে ক্ষমতায় এনেছে। ’

সুশাসন প্রতিষ্ঠায় আইনের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আইনের বাঁধন কষণ অনেক সময় ফস্কা গেরো হয়ে যায়। তাই কেবল আইন করে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। ’

তিনি প্রশ্ন রাখেন, ‘আইন করলেই কি বিচারপতিরা সংবিধানের জবাবদিহিতা মেনে নেবে? তত্ত্বাধায়ক সরকার ব্যবস্থা দলমত নিরপেক্ষ হবে? প্রশাসন দলীয় লেজুড়বৃত্তি থেকে বেরুতে পারবে?’

তিনি বর্তমান সরকারের পরামর্শকদের উদ্দেশ্য করে বলেন, ‘ধান্ধাবাজ মোসাহেবরা নিত্য নতুন পরামর্শ দিয়ে হিংসা ও শত্রুতা বাড়াতে চায়। সুসময় চলে গেলে তারা ডুবন্ত জাহাজ থেকে বিড়ালের মতো নিশ্চুপে পালিয়ে যাবে। ’

বিরোধী দলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘পাকিস্তানের মতো ব্যর্থ দেশ আমাদের কারোরই কাম্য নয়। তাই জাতীয় বিষয়ে আসন্ন সংসদ অধিবেশনে ঐকমত্যে পৌঁছানে যায়। শুধু কাল্পনিক ইস্যু নিয়ে আন্দোলনের কথা বলে কল্পনার দৈত্য আমন্ত্রণ জানানোর মানে হয় না। ’

তিনি আরও বলেন, ‘আমরা একদলীয় শাসন ও নির্বাচনের কথা না ভাবলেও বিরোধীদল এ নিয়ে কাল্পনিক ইস্যু তৈরির চেষ্টা করছে। ’

আজকের প্রত্যাশ্যা সংগঠনের আহবায়ক কৃষকলীগ নেতা এমএ করিম সভাপতির বক্তব্যে বলেন, ‘ঝালকাঠিতে লিমনকে যেভাবে পঙ্গু করা হয়েছে, এভাবে চললে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে না। ’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ‘মুক্তিযোদ্ধা আকরাম খান, হেমায়েত উদ্দিন বীর বিক্রম, কৃষক লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, সহকারী এটর্নি জেনারেল অ্যাড. নূরজাহান মুক্তা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।