ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘শিবির-ছাত্রদল রাবিতে নাশকতার প্রস্তুতি নিচ্ছে’ জানিয়ে প্রক্টরকে বেনামী চিঠি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১১
‘শিবির-ছাত্রদল রাবিতে নাশকতার প্রস্তুতি নিচ্ছে’ জানিয়ে প্রক্টরকে বেনামী চিঠি

রাবি: ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসের বাইরে সংগঠিত হচ্ছে এবং ছাত্রদলকে সঙ্গে নিয়ে হল দখলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নাশকতামূলক কর্মকা- চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে প্রক্টরকে একটি বেনামী চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ডাকযোগে নাম ঠিকানাবিহীন এ চিঠি প্রক্টরের কাছে এসে পৌঁছে।



এ ঘটনায় প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৮টায় মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

চিঠিতে বলা হয়, আগামী গ্রীষ্মকালীন ছুটির মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির একসঙ্গে হল দখলের সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ছুটির প্রথম দুই সপ্তাহের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসেই তারা হল দখল করবে। পাশাপাশি এ সময়ের মধ্যে হল এবং সমস্ত প্রশাসনিক কাজ ও পরীক্ষা বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়।

এছাড়া চিঠিতে প্রক্টরকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়।

এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।