ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

তিন জামায়াত নেতার আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১

ঢাকা: জামায়াতে ইসলামীর তিন নেতা ছয় মাসের আগাম জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাদের  জামিন মঞ্জুর করেন।



জামিনপ্রাপ্তরা হলেন ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম খান, মহানগর সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এমপি ও জামায়াত নেতা আমিনুল ইসলাম।

একই সঙ্গে কেন তাদের স্থায়ী জামিন দেওয়া হবে না মর্মে রুল দিয়েছেন আদালত।

পুলিশের ওপর হামলার ঘটনায় ৫ এপ্রিল পল্টন থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়।  

জামায়াত নেতাদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল মো. মামুনর রশিদ।
 
এদিকে ইসলাম আইন বাস্তবায়ন কমিটির ২০ নেতা-কর্মীর ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট বিভাগের একই বেঞ্চ।

তাদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না এই মর্মে রুলও দিয়েছেন আদালত।

গত ৪ এপ্রিল ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতালের সময় পুলিশের ওপর হামলা, দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে রামু কক্সবাজার জেলার রামু থানায় একটি এবং চকোরিয়া থানায় তাদের দু’টি মামলা দায়ের করা হয়।

জামিন আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহাবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল মো. মামুনর রশিদ।

এছাড়া ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ইজাহারুল ইসলামের ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্টের একই বেঞ্চ।

গোপন বৈঠক ও অবৈধ জেহাদি বই রাখার অভিযোগে ২০১০ সালের ১৩ ডিসেম্বর কক্সবাজারের রামু থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

জামিন আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহাবুব হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।