ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আওয়ামী লীগ দেশকে জঙ্গলে পরিণত করেছে: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১
আওয়ামী লীগ দেশকে জঙ্গলে পরিণত করেছে: মির্জা ফখরুল

ঢাকা: আওয়ামী লীগ দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে এ অভিযোগ করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে জঙ্গলে পরিণত করেছে।



বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ‘মহান স্বাধীনতা ও শহীদ জিয়া’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মহিলা দলের সভাপতি নূরী আরা সাফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, প্রচার সম্পাদক ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহ-সভাপতি রাবেয়া সিরাজ, রাশেদা বেগম হীরা এমপি, মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মিলি জাকারিয়া প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, ‘শহীদ জিয়া ও স্বাধীনতা গোটা দেশের সঙ্গে একইভূত হয়ে গেছে। জিয়াকে অস্বীকার করার উদ্দেশ্য হলো, বাংলাদেশকে অস্বীকার করা। জিয়ার প্রথম অধ্যায়- তিনি আমাদের স্বাধীনতা যুদ্ধে পথ দেখিয়ে উদ্বুদ্ধ করেছেন। তার দ্বিতীয় অধ্যায় হলো- ৭ নভেম্বর পট পরিবর্তনের পরে দেশের অর্থনীতিসহ উন্ন্য়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ’  

তিনি বলেন, ‘জিয়া যদি উজ্জ্বল হয়, তাহলে তারা সবাই ম্লান হয়ে যায়। তাদের উদ্দেশ্য হলো জিয়াউর রহমানকে মুছে ফেলা। এটা একটা সুপরিকল্পিত ব্যাপার। ’

ফখরুল বলেন, ‘২০০১ সালে যখন জোট সরকার গঠন করা হলো, তার পরপরই আন্তর্জাতিক ও দেশীয় পত্র-পত্রিকায় বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করার চেষ্টা করা হয়েছিলো। যখনই জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় এসেছে তখনই এই ষড়যন্ত্র হয়েছে। ’

মির্জা ফখরুল বলেন, ‘ব্যর্থ, স্বৈরাচারী, জুলুমবাজ সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। তাদের মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করতে হবে। ’

তিনি বলেন, ‘বিদ্যুতের দাম দুই দফা বাড়ানো হয়েছে। নতুন গ্যাস সংযোগ আর দেওয়া হবে না। ‘

তিনি আরও বলেন, দেশে এখন আর মানি লোকের মান নেই। ড. ইউনূস, সিরাজুল ইসলামসহ অসংখ্য মানি লোককে অপমান করা হয়েছে। আলেমদের নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। বায়তুল মোকাররমে বুটসহ ঢুকে নির্যাতন করছে। তারা বিচার বিভাগের কাঁধে রাইফেল রেখে আবার একদলীয় শাসন কায়েম করতে চায়। ’  

ফখরুল বলেন, ‘দেশের বর্তমান অর্থনৈতিক যে অবস্থা, তাতে ৭৪- এর মতো আবার দুর্ভিক্ষ হতে পারে। দেশ চালানোর কোনো যোগ্যতা আওয়ামী লীগের নেই। তাদের অভিজ্ঞতা আছে শুধু দুর্নীতি করার। আওয়ামী লীগের লোক ছাড়া কেউ এখন কাজ পায় না। ’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিজেদের আট হাজার মামলা প্রত্যাহার করে নিয়েছে। আমাদের একটি মামলাও তুলে নেওয়া হয়নি। বরং নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে। এখন আমাদের সময় নেই। দেশ ও দেশের মানুষকে বাচাঁনোর জন্য খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। ‘

মির্জা ফখরুল সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘দল ও দেশনেত্রী যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব যেন নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। ‘

বাংলাদেশ সময় : ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।