ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মির্জা ফখরুলকে ডেনমার্ক বিএনপির অভিনন্দন

কাওসার মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১
মির্জা ফখরুলকে ডেনমার্ক বিএনপির অভিনন্দন

ফ্রাংকফুর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব হিসাবে দায়িত্ব পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ডেনমার্ক বিএনপি।

কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং ইউরোপ বিএনপির নেতা কমরউদ্দিন আহমেদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘ইউরোপসহ প্রবাসে জাতীয়তাবাদী ধারার রাজনীতিতে গুণগত পরিবর্তন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতিশীল নেতৃত্ব এক যুগান্তকারী ভূমিকা রাখবে।



তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দেশদ্রোহী এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা তার সঙ্গে থাকতে সদা প্রস্তুত। ‘

ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহমেদ অভিনন্দন জানিয়ে এক বিবৃতি বলেন, মির্জা ফখরুলের মতো সৎ এবং যোগ্য নেতা এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পাওয়ায় ডেনমার্ক বিএনপি নেতা-কর্মী অত্যন্ত আনন্দিত। ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে  ডেনমার্ক বিএনপি সব সময় তার পাশে থাকবে। ‘

যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এমএ আজিজ ১/১১ এর দুঃসময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাহসী ভূমিকার কথা উল্লেখ করে অপর এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাজ্য বিএনপি তার গতিশীল নেতৃত্বে আরও শক্তিশালী হবে। ‘

কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং  কাতার বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল হক সাজু ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতি বলেন, ‘কাতার বিএনপি তার সুযোগ্য নেতৃত্বে সাংগঠনিকভাবে আরও
শক্তিশালী হবে। ‘

বাংলাদেশ সময় : ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।