ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) এর সপ্তম মহাসচিবের ভারপ্রাপ্ত দায়িত্ব পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

মুক্তিযদ্ধের অন্যতম সংগঠন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটির প্রথম মহাসচিব ছিলেন ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। আর দীর্ঘ মেয়াদে এপদে ছিলেন প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভূইয়া।

মির্জা ফখরুল এর আগে বিএনপির স্থায়ী কমিটির দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি কৃষক দলের সভাপতি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থা থেকে রাজনীতি শুরু করেন।

তিনি দুবারের সাংসদ নির্বাচিত হন ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মির্জা ফকরুলের আগে দলটির মহাসচিবের দায়িত্ব পালন করেন খোন্দকার দেলোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad