ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিশ্বের কোনও কারাগারে সাকাকে আটকে রাখা যাবে না: প্রধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১
বিশ্বের কোনও কারাগারে সাকাকে আটকে রাখা যাবে না: প্রধান

চট্টগ্রাম: বিশ্বের কোনও কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা চৌধুরী) আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)‘র সভাপতি শফিউল আলম প্রধান।

বুধবার দলটির ৩১তম  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি।



জনসভায় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী এবং তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী, মেয়ে ফারজিন কাদের চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শফিউল আলম প্রধান বলেন, ‘দেশের ভেতরে ও বাইরে হিন্দুস্থানের আধিপত্য মেনে না নেওয়ায় সরকার সাকা চৌধুরীকে গ্রেপ্তার করেছে। ‘
 
এ সময় তিনি চট্টগ্রাম থেকে সাকার মুক্তির আন্দোলন শুরু করার ঘোষণা দেন।

তিনি বলেন, ‘বিশ্বের কোনও কারাগার নেই যেখানে সাকাকে আটকে রাখা যাবে। চট্টগ্রামের মানুষ এই আন্দোলনে রাজপথে থাকবে। ’
 
এ সময় তিনি যুদ্ধাপরাধের বিচারকে প্রহসনের বিচার হিসেবেও উল্লেখ করেন।

প্রধান বলেন, ‘এই বিচার আমি মানি না। স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাংলাদেশ থেকে ২৫ হাজার কোটি টাকার সম্পত্তি লুট করে নিয়ে গেছে। ওই লুটেরাদের আগে বিচারের কাঠগড়ায় দাঁড় করান, তারপর যুদ্ধাপরাধীদের বিচার করেন। ’

এ সময় আটক জামায়াত নেতাদেরও মুক্তি দাবি করেন তিনি।

সমাবেশে সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি পরিষদ নামে একটি সংগঠন তার মুক্তি দাবি সম্বলিত একটি লিফলেট বিলি করে।
 
সভায় সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘কখনও ভাবিনি আমাকে এভাবে আপনাদের সামনে আসতে হবে। আপনাদের ভালবাসায় বার বার নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তির জন্য আমি আজ চট্টগ্রামের মানুষের কাছে এসেছি। ’

এ সময় সাকার মেয়ে ফারজিন কাদের চৌধুরী তার বাবাকে মুক্ত করার আন্দোলনে চট্টগ্রামবাসীকে পাশে থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমার বাবা যুদ্ধাপরাধী হলে চট্টগ্রামের লাল দীঘির ময়দানে প্রকাশ্যে তার বিচার করা হোক। চট্টগ্রামের মানুষ যেন দেখতে পায় বিচারের নামে কী করা হচ্ছে। ’

নগরীর মুসলিম ইনস্টিটিউটে এ সভা আয়োজনের কথা থাকলেও একই স্থানে ছাত্রলীগ সভা আহ্বান করায় পুলিশি নিষেধাজ্ঞায় তা বিএনপি কার্যালয়ে স্থানান্তর করা হয়।

জাগপার এ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহকে প্রধান অতিথি এবং বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মীর মোহাম্মদ নাসিরুদ্দিন চৌধুরীকে বিশেষ অতিথি করা হলেও তারা কেউ উপস্থিত ছিলেন না।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।