ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হাবিবের ওপর হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করলো বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১
হাবিবের ওপর হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করলো বিএনপি

ঢাকা : ছাত্রদল ঢাকা দক্ষিণের আহবায়ক হাবিবুর রশিদ হাবিবের ওপর হামালার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে দায়ী করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি।

নেতৃবৃন্দ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিরোধী দলের ওপর নিপীড়ন-নির্যাতন, হত্যা, গুম বন্ধ না করলে তার পরিণাম ভয়াবহ হবে।



হাবিবুর রশিদের ওপর হামলার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
 
বুধবার বিকেলে মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- ৮ এপ্রিল ঢাকাসহ প্রতিটি জেলায় বিক্ষোভ ও ১২ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা।

সমাবেশে ছাত্রদল সভাপতি সরকারকে আরও সর্তক করে দিয়ে বলেন, ‘যদি এর বিরুদ্ধে ১২ এপ্রিলের মধ্যে ব্যাবস্থা নেওয়া না হয়, তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। ’

মঙ্গলবার সকালে রাজধানীর শান্তিনগরের কাছে একদল সন্ত্রাসী হাবিবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হাবিব অস্ত্রোপচারের পর হাবিব ল্যাবএইড হাসপাতালে চিকিসৎকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসী গোলাম শাহরিয়ার মুক্তারের নেতৃত্বে ৪/৫ জন ক্যাডার হাবিবকে হত্যার চেষ্টায় গুলি করেছে। অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা তার দেহ থেকে ৫টি বুলেট উদ্ধার করেছেন। এই হামলা কেবল ছাত্রদলের ওপরই নয়, বিএনপির ওপরও। ’

তিনি বলেন, ‘সরকার এভাবে একের পর এক বিএনপি নেতা-কর্মীদের ওপর হত্যা-নির্যাতন করে যাবে। আর বিএনপি চুপ করে থাকবে, এটা ভাবা ঠিক নয়। এখন থেকে সরকারের সব নির্যাতনের বিরুদ্ধে খালেদার নেতৃত্বে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। ’

মির্জা আব্বাস হাবিবকে দলের একজন সৎ নিষ্ঠাবান কর্মী বলে অভিহিত করে বলেন, ‘এই সরকারের সময় দেশে কেউই নিরাপদ নয়। ’

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতা-কর্মীদের দুর্বার গণআন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে বলেন, ‘সরকার আর বিএনপিকে নির্যাতন চালিয়ে দাবিয়ে রাখতে পারবে না। খালেদা জিয়ার নেতৃত্বে এই সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে। ’

তিনি বলেন, ‘সরকারকে মধ্যবর্তী নির্বাচনে বাধ্য করবে এদেশের গণতন্ত্রমনা জনগণ। ’

ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে বিজয়নগর, শান্তিনগর, কাকরাইল হয়ে শাজাহানপুর গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময় : ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।