ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আ.লীগ সবকিছু একাই করে : এরশাদ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১
আ.লীগ সবকিছু একাই করে : এরশাদ

রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘মহাজোট জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে তা রক্ষা করতে পারছে না। মহাজোটে থেকেও আওয়ামী লীগ আমাদের মূল্যায়ন করছে না।

আওয়ামী লীগ সবকিছু একাই করে। আমাদের ডাকেও না খবরও দেয় না। ‘

বুধবার দুপুরে বদরগঞ্জ উপজেলার সাহাপুরে জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা দলকে শক্তিশালী করেন। দলকে সংগঠিত করতে হলে পুরাতন লোক না হলেও চলবে। নতুন লোক দরকার। নতুনদের প্রয়োজন আছে। ’

জাতীয় পার্টি মহাজোটের সঙ্গে থাকবে কীনা এ প্রসঙ্গে এরশাদ বলেন, ‘সময় বলে দেবে আমি তাদের সঙ্গে থাকবো কিনা। ’

জাতীয় পার্টি শক্তি অর্জন করলে একক ভাবে নির্বাচনে অংশ নেবে বলে ঘোষণা করেন তিনি।

এরশাদ বলেন, ‘সরকার উপজেলা চেয়ারম্যান বানিয়ে রেখেছেন শুধু গাড়িতে চড়ে ঘুরে বেড়ানোর জন্য। তাদের হাতে কোনো কাজ নেই। ’

তিনি বলেন, ‘উপজেলা পরিষদের কার্যক্রম সচল থাকলে এলাকার উন্নয়ন হতো। অথচ উপজেলা পরিষদের কার্যক্রম নেই বললে চলে। ‘

তিনি আরও বলেন, ‘উপজেলা পরিষদের কর্মকর্তাদের পাওয়া যায় না। স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার থাকেন না। ’

উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংসদ আনিছুল ইসলাম ম-ল, জাপা কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙা, রংপুর পৌরসভার মেয়র একেএম আবদুর রউফ মানিক, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।