ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দু’দিনের রিমান্ডে জামায়াতের ৮ নেতা-কর্মী

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১

ঢাকা: রাজধানীর পল্টন থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতের ১৮ নেতা-কর্মীর ৮ জনকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আট জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেকের ৫ দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন।

রিমান্ডকৃত আসামিরা হলেন- সোলাইমান, বাবু, তানবীর, মকবুল হোসেন, মোজাম্মেল, মোশারফ, সিরাজুল ইসলাম ও জামাল।
বাকি দশজনের রিমান্ড শুনানির জন্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আগামী ১১ এপ্রিল দিন ধার্য করেছেন।

এরা হলেন- আ. হাই, নুরুল আদনান সাইফুল, আজাদ হোসেন, মাহমুদুর রহমান, মহিউদ্দিন মাসুম, ওবায়দুল্লাহ কায়সার, আবুল বাশার, নাসির উদ্দিন, আব্দুস সালাম, দেলোয়ার হোসেন।

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে গত মঙ্গলবার পল্টন ময়দানের জনসভায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, সরকারি কাজে বাধা ও গাড়ি ভাংচুরের মামলায় এদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে এদের বিরুদ্ধে পল্টন থানায় পৃথক দু’টি মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।