ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

নারী নীতিমালা সংশোধনের দাবি ইসলামী আন্দোলনের

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১

ঢাকা: নারী উন্নয়ন নীতিমালাকে কোরআন-সুন্নাহ বিরোধী আখ্যায়িত করে সরকারের কাছে তা সংশোধনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)।

বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।


 
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) আমীর সৈয়দ মো. রেজাউল করীম। বক্তব্যে তিনি ছয়দিনের কর্মসূচিও ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ঢাকার মুক্তাঙ্গণে জমায়েত ও গণমিছিল, ৮ এপ্রিল শুক্রবার দেশব্যাপী গণমিছিল, ১১ এপ্রিল সোমবার ঢাকায় জাতীয় শিক্ষা সেমিনার, ১২ এপ্রিল মঙ্গলবার সকালে মুক্তাঙ্গণে জমায়েত ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ, ২ ও ৩ মে ঢাকায় গণঅবস্থান।

লিখিত বক্তব্যে আমীর সৈয়দ মো. রেজাউল করীম আরো বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে ঘোষণা দিয়েছিল তারা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করবে না। কিন্তু তারা সে প্রতিশ্রুতি ভঙ্গ করে মোনাফেকী চরিত্র অবলম্বন করেছে। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।