ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন

সব পদে সরকার সমর্থিত নীলদলের জয়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
সব পদে সরকার সমর্থিত নীলদলের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ইতিহাস গড়েছে আওয়ামী ও বাম সমর্থিত নীলদল।  

সমিতির কার্যকরী পরিষদের ১৫টি পদের সবগুলোতে জিতেছে নীলদলের প্রার্থীরা।


 
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে নির্বাচন পরিচালক অধ্যাপক শফিক উজ জামান নির্বাচনের ফল ঘোষণা করেন।
 
এবার সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি সিনেট ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি সাদাদলের প্রার্থী মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন খানকে পরাজিত করেন।

আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমিতির সাবেক স‍াধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আন্তর্জাতিক হলের প্রাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. লুৎফর রহমান।
 
এছাড়া সহ-সভাপতি হয়েছেন ব্যবস্থাপনা ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ।

তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদাদলের প্রার্থী ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

সাদাদলের কোষাধ্যক্ষ প্রার্থী ও মার্কেটিং বিভাগের অধ্যাপক এ বি এম শহিদুল ইসলামকে হারিয়ে জয়ী হয়েছেন ব্যবসায় প্রশাসনে অনুষদের ডিন সিনেট ও ফিনান্স কমিটির সদস্য অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম।

কার্যকরী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিনেট সদস্য অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। সাদাদলের প্রার্থী ও পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়াকে পরাজিত করেন তিনি।

এছাড়া সদস্য হিসাবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া, অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. নিজামুল হক ভূঁইয়া, বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাজিন আজিজ চোধুরী, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুস ছামাদ, ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহামান, মার্কেটিং বিভাগের অধ্যাপক মুবিনা খন্দকার ও আইন বিভাগের অধ্যাপক মো. রহমত উল্লাহ নির্বাচিত হয়েছেন।
 
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক হজার ৯০০ ভোটারের মধ্যে নির্বাচনে এক হাজার ৩৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।