ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, ডিসেম্বর ৩১, ২০১৪
সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতাল সমর্থনে রাজধানীর সিএমএম আদালতের সামনে বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবির কর্মীরা।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।


 
প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিবির শাখার সভাপতি খালেদ মাহমুদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় পুলিশ ধাওয়া করলে শিবিরকর্মীরা ৭/৮টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
 
তবে আমার কাছে এ ধরনের খবর নেই বলে বাংলানিউজকে জানান কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) মঞ্জুর মোর্শেদ।  
 
এর আগে সকাল ১০টায় বাবুবাজার এলাকায় মিছিল করে শিবির কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন শাখার প্রচার সম্পাদক শাহিন হাসান প্রধান। মিছিলটি জিন্দাবাহার পার্কের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় তারা অন্তত ৩টি গাড়ি ভাঙচুর করে।
 
সকাল সাড়ে ৯টায় কাঠেরপুলে শিবির ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা- ধাওয়ার ঘটনা ঘটে।  
 
এছাড়া রায়সাহেব বাজার, ধোলাইখাল, কাঠেরপুল এলাকায় হরতাল সমর্থনে মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবির কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন শাখার ছাত্র আন্দোলন সম্পাদক মাহবুবুর রহমান ও অফিস সম্পাদক আতিকুর রহমান রিফাত।
 
এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে শিবির কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।