নোয়াখালী: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা দুই দিনের সকাল-সন্ধ্যা হরতালের প্রথমদিন নোয়াখালীর বেগমগঞ্জে মিছিল করেছে উপজেলা জামায়াত।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার বাণিজ্যিক নগরী চৌমুহনীর পূর্ব বাজারে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।
মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের একপর্যায়ে বাজারের দিকে এলে পুলিশ তাতে বাধা দেয়। পরে মিছিলটি সেখানেই শেষ হয়ে পূর্ব বাজারের কাচারী বাড়ির মসজিদের সামনে কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে সমাবেশ করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বাংলানিউজকে বলেন, নাশকতার আশঙ্কায় মিছিলে বাধা দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও জনসাধারণের জানমালের সার্বিক নিরাপত্তায় পুলিশ সর্তক রয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪