ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে জামায়াতের মিছিল-ককটেল বিস্ফেরণ, অভিযানে আটক ২৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
গাজীপুরে জামায়াতের মিছিল-ককটেল বিস্ফেরণ, অভিযানে আটক ২৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

হরতালে গাজীপুরে নাশকতা চালানোর অভিযোগে গত ১২ ঘণ্টায় ২৫ জন জামায়াত, শিবির-কর্মীকে আটক করেছে পুলিশ।

এরমধ্যে, জয়দেবপুর থানা এলাকা থেকে ১৩ জন, টঙ্গী থানায় ৯ জন ও শ্রীপুর থানা এলাকা থেকে ২ জনকে আটক করা হয়েছে।

এ দিন সকাল পৌনে ৯টায় হরতাল সমর্থনে গাজীপুরের টঙ্গী কলেজ গেটে জামায়াত, শিবির-কর্মীরা মিছিল বের করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া করে ও ১১ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় এক শিবির-কর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে, সকাল সাড়ে ৭টায় জয়দেবপুর থানাধীন চান্দনা চৌরাস্তায় সেবা হাসপাতালের সামনে একটি ককলের বিস্ফোরণ ঘটায় শিবির-কর্মীরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

অন্যদিকে, গাজীপুর রেল ক্রসিংয়ে রেললাইন অবরোধ করার চেষ্টাসহ রেললাইনে আগুন লাগানোর চেষ্টা চালায় জামায়াত, শিবির-কর্মীরা। এ সময় পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।