ঢাকা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে দলটির ডাকা হরতাল সমর্থনে রাজধানীর খিলগাঁও ও চকবাজারে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা।
বুধবার সকাল সোয়া ৮টার দিকে তারা এ মিছিল বের করে।
ঢাকা মহানগর পূর্ব শাখার শিবিরের সভাপতি রোজাউল হক রিয়াজের নেতৃত্বে খিলগাঁওয়ের গোড়ানে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন খিলগাঁও জামায়াতের আমির ছগির বিন সাঈদ, শিবিরের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
মিছিল শেষে তারা রাস্তায় আগুন ধরিয়ে দেয়। তবে পুলিশ আসার আগেই সটকে পড়ে।
এদিকে, প্রায় একই সময়ে রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা শিবির শাখার উদ্যোগে হরতাল সমর্থনে একটি মিছিল বের হয়।
মিছিলে নেতৃত্ব দেন আলিয়া মাদ্রাসার শিবির সভাপতি রেদোয়ানুল্লা। উভয় ঘটনায় পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজহারের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরই জামায়াত বুধবার এবং নতুন বছরের শুরুর দিন বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৫টা পর্য্যন্ত হরতালের ডাক দেয় দলটি।
বাংলাদেশ সময়: ৯০০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪